সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, খুলনা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবন অধ্যুষিত এলাকার একটি সুখ্যাত প্রতিষ্ঠান এবং প্রকৃতির সুন্দর নির্মল সবুজছায়া পরিবেশে প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে আছে। প্রতিষ্ঠানটির উন্মেষ ঘটে মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্ন ১৯৭০ সনে । এই প্রতিষ্ঠান মাধ্যমিক পর্যায়ের শিক্ষক তৈরির সূতিকাগার বলা যায়। এখানকার তৈরিকৃত শিক্ষকরা জাতি বিনির্মাণে নিরলস ভূমিকা রেখে চলেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিএড ১ বছর, বিএড (অনার্স) ৪ বছর এবং এমএড ১ বছর মেয়াদী নিয়মিত প্রোগ্রাম চলছে। প্রতিবছর মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও মাদরাসা শিক্ষকদের বিভিন্ন ধরণের স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কার্যক্রমও চলছে। এছাড়াও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য এ কলেজে ICT, শিক্ষা ব্যবস্থাপনাসহ শিক্ষা সংশ্লিষ্ট বহুবিধ প্রশিক্ষণ দেয়া হয়। অধ্যক্ষের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের সুদক্ষ সদস্যদের নিয়ে একটি টীম কলেজটির ভৌত ও একাডেমিক উন্নয়নে নিরন্তর কাজ করে যাচ্ছে। বর্তমানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার গুণগত মান উন্নয়ন, ২০৩০ সালের মধ্যে এসডিজি-৪ বাস্তবায়ন একযোগে কাজ করে যাচ্ছে। প্রকৃতপক্ষে দেশপ্রেমিক জাতি গঠনই আমাদের একমাত্র অভীষ্ঠ লক্ষ্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস