মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা-প্রযুক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়ার জন্য এবং মান সম্মত শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে গুণগত শিক্ষার লক্ষ্য অর্জনে ১৯৭০ সাল থেকে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, খুলনা অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই জ্ঞানভিত্তিক সমাজ গঠনে তৎপর এই কলেজ। এই কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারি নানান সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে কলেজটিকে অনন্য মর্যাদায় নিয়ে গেছেন। সময়ের পরিবর্তনে, পরিবর্তন এসেছে প্রশিক্ষণের ধারায় ও ধরনে। যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ মহান মুক্তিযুদ্ধের চেতনাকে আরও জাগ্রত এবং সমৃদ্ধশালী করে আধুনিক তথ্যপ্রযুক্তির একটি সৃজনশীল জাতি উপহার দিবে বলে আমি বিশ্বাস করি। বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত “ভিশন ২০২১”, “ভিশন ২০৩০” এবং “ভিশন ২০৪১” বাস্তবায়নের অন্যতম অঙ্গীকার হলো মানসম্মত প্রযুক্তিগত শিক্ষা। এক্ষেত্রেও এই কলেজটি বিশাল ভূমিকা পালন করবে।
আমি আনন্দিত যে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, খুলনার সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি মানসম্মত ওয়েবসাইট প্রকাশ হতে যাচ্ছে। এটি হবে কলেজের সকল কর্মকাণ্ডের সচিত্র দলিল।
ওয়েবসাইট প্রকাশের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে নিরন্তর শুভেচ্ছা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস